দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ও ছদাহা ইউনিয়নে অবস্থিত ইটভাটাগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) পরিচালিত অভিযানকালে ৪ টি ইটভাটা হতে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের বৈধ লাইসেন্স না থাকায় ঘঐই ও চইগ ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা করে এবং ৭ইগ ব্রিক ফিল্ডের দুইটি ইউনিটকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান জানান, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ । পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পরিবেশের ক্ষতি রোধে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।