আশাশুনি কলেজে বার্ষিক ক্রীড়া সম্পন্ন, পুরস্কার বিতরন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ০৭:১৫ পিএম
আশাশুনি কলেজে বার্ষিক ক্রীড়া সম্পন্ন, পুরস্কার বিতরন

আশাশুনি সরকারি কলেজে ৩ দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকালে পুরস্কার বিতরনের মধ্যদিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।  ৪ জানুয়ারী সকাল ১০.৩০ টায় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। এদিন কলেজের ছাত্রছাত্রীরা দৌড়, লাফ, চাকতী ও গ্লোব নিক্ষেপ, স্লো সাইকেল রেচ, চেয়ার সিটিং প্রতিযোগিতায় অংশ নেয়। ৫ জানুয়ারী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের সমন্বয়ে গঠিত দল ১৫৩ রান করে। জবাবে অনার্স ও ডিগ্রী ছাত্রদের সমন্বয় গঠিত দল ১৫৬ রান করে বিজয় লাভ করে। ৬ জানুয়ারী সমাপনী দিনে ফুটবল খেলা অনু্ষ্িঠত হয়। খেলায় অনার্স ও ডিগ্রী একাদশ ১-০ গোলের ব্যবধানে একাদশ ও দ্বাদশ শ্রেণি একাদশকে পরাজিত করে। খেলা উদ্বোধন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ৩ দিনের বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সবুর, প্রতিযোগিতা আয়োজক কমাটির আহবায়ক প্রভাষক রবিউল ইসলাম ও স্টাফ কাউন্সিল সেক্রেটারী প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কলেজের সকল শিক্ষকমন্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, প্রভাষক জি এম আক্তারুজ্জামান প্রিন্স, প্রভাষক মাসুদুর রহমান, ইমরান হোসেন।