জকসু নির্বাচনে প্রাথমিক ফল, ভিপি জিএস এজিএস পদে এগিয়ে ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬, ১১:২৭ এএম
জকসু নির্বাচনে প্রাথমিক ফল, ভিপি জিএস এজিএস পদে এগিয়ে ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ঘোষিত কয়েকটি কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এখন পর্যন্ত প্রকাশিত ফল অনুযায়ী ভিপি পদে ব্যবধান খুবই কম হলেও এগিয়ে আছেন শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম। জিএস ও এজিএস পদেও একই প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে ধাপে ধাপে ফল প্রকাশ শুরু করে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত কয়েকটি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোর ফল পর্যায়ক্রমে জানানো হবে।

প্রকাশিত আটটি কেন্দ্রের ফলাফলে সহসভাপতি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট। ফলে এই পদে ব্যবধান দাঁড়িয়েছে মাত্র ৬ ভোটে।

সাধারণ সম্পাদক পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ এখন পর্যন্ত পেয়েছেন ৮১৮ ভোট। একই পদে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪২২ ভোট। সহসাধারণ সম্পাদক পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৭৯৯ ভোট, আর ছাত্রদল সমর্থিত বি এম আতিকুর তানজিলের ঝুলিতে গেছে ৬৫৪ ভোট।

নির্বাচন কমিশনের একাধিক সদস্য জানান, ভোট গণনায় বিলম্বের পেছনে কারিগরি জটিলতা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনার সময় মেশিনে ত্রুটি দেখা দিলে প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করতে হয়। পরে প্রার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে মেশিন ও ম্যানুয়াল উভয় পদ্ধতিতে গণনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, এখনো অধিকাংশ কেন্দ্রের ফল বাকি থাকায় চূড়ান্ত চিত্র পেতে সময় লাগবে। তবে প্রাথমিক ফলাফলে শীর্ষ পদগুলোতে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে, তা জকসু নির্বাচনকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

আপনার জেলার সংবাদ পড়তে