চাটমোহর সরকারি কলেজে ক্রীড়ানুষ্ঠান

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬, ০৪:১৭ পিএম
চাটমোহর সরকারি কলেজে ক্রীড়ানুষ্ঠান

পাবনার চাটমোহর সরকারি (অনার্স) কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার (৭ জানুয়ারি) কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সকালে দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এসময় কলেজের শিক্ষকমন্ডলী,অভিভাবক,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  এদিকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চাটমোহর সরকারি (অনার্স) কলেজে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে