দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, তাঁর স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে, এমন আশঙ্কা থেকেই এই আদেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ বুধবার (৭ জানুয়ারি) এ নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক জনসংযোগ তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থ অপচয়, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এই অনুসন্ধানের অংশ হিসেবে তাঁদের আর্থিক লেনদেন ও সম্পদের তথ্য যাচাই করা হচ্ছে।
অনুসন্ধানকালে দুদক জানতে পারে, আতিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে কানাডা, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে গিয়ে এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে।
দুদক মনে করছে, অভিযুক্তরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।
মামলার নথি অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক মেয়র আতিকুল ইসলামকে বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন এবং বিভিন্ন মামলায় তাঁকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের তদন্ত এখনও চলমান।