দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬, ০৮:১২ পিএম
দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৭ জানুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) । বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ নাজমুস সাকিব এর সভাপতিত্বে সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায়, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. অংকন কুমার কুন্ড,সাংবাদিক মোঃ হেলাল উদ্দিন, ড্রেসার মোঃ আতিউর রহমানসহ দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং খামারিদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী সফল খামারিদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে