বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং অসহায়, দুস্থ, প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আড়কান্দি গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন মা-বাবা ফাউন্ডেশন। গতকাল বুধবার বিকালে আড়কান্দি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল করিম’র বাসভবনে মহতি এই অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশপ্রেমের কথা স্মরণ করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। স্বেচ্ছাসেবী সংগঠন মা-বাবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল করিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষায়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিট এসোসিয়েশন’র খুলনা বিভাগ সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।