টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, জেলার ৮টি আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারণে ২৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বর্তমানে জেলায় বৈধ প্রার্থী রয়েছেন ৩৭ জন। তিনি আরও জানান, ঘাটাইল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহারের মনোনয়ন বাতিল হয়েছে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের সঠিকতা না থাকায়। অপরদিকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথির মনোনয়ন বাতিল করা হয়েছে দলীয় মনোনয়নের মূল কপি জমা না দেওয়ায়। এ বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি বলেন, “আমি ভুলবশত দলীয় মনোনয়ন ফর্ম ও অঙ্গীকারনামার মূল কপির পরিবর্তে ফটোকপি জমা দিয়েছিলাম। এ কারণে আমার মনোনয়ন আপাতত বাতিল হয়েছে। বিষয়টি নিয়ে আমি ঢাকা নির্বাচন কমিশনে আপিল করেছি। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়ে মনোনয়ন ফিরে পাওয়ার আশা করছি। সবার দোয়া কামনা করছি।” অন্যদিকে, ঘাটাইল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহারও মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।