ঈদগাঁও উপজেলার ইসলামপুর নতুন অফিস বাজার ও ইসলামাবাদ এলাকায় এলপিজি গ্যাসের অতিরিক্ত মুল্য আদায় হ্রাসকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ৭ জানুয়ারি বুধবার বিকেলে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সরকারি নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এসব কার্য থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম। এতে সহযোগিতা করেন ঈদগাঁও থানা পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। উল্লেখ্য, ইতোপূর্বে তিনি আরো দু'বার ঈদগাঁওতে গ্যাস সিলিন্ডারের দোকান সমূহে অতিরিক্ত মূল্য রাখার দায়ে অর্থদণ্ড প্রদান করেন।