চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাটে শাহতলী জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি (বুধবার) সকাল ১১টা সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় চাঁদপুরগামী আইদি পরিবহনের দ্রুতগতির একটি বাস চাপায় রাহেলা আক্তার শান্তা গুরুতর আহত হয়ে পড়েন । স্থানীয়রা শান্তা কে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। শান্তার শারীরিক অবস্থায় গুরুতর হওয়া চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল শান্তা কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকাল ৪টার সময় মারা যায় সে। নিহত রাহেলা আক্তার শান্তা চাঁদপুর সদর উপজেলার শাহতলী মুন্সী বাড়ির সামছুল হুদার মেয়ে । তিনি শাহতলী জিলানী চিশতী কলেজের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবার. আত্মীয় স্বজন ও কলেজ সহপাঠী. শিক্ষক সহ এলাকায় শোকস্তব্ধ ।