গরীব শীতার্ত মানুষের মাঝে মাত্র দুই টাকায় উষ্ণতার আমের ছড়ালো পাবনার বেড়া উপজেলার ‘শিক্ষার্থী সহযোগিতা’ নামের সংগঠন। ‘দুই টাকায় আমেজ’ নামে ব্যতিক্রমী শীতবস্ত্র মেলার আয়োজন করে শিক্ষার্থীরা।বেড়া উপজেলা প্রশাসনের সহায়তায় বৃহস্পতিবার(৮জানুয়ারি)বেড়া পৌর এলাকার সান্যালপাড়া ইদগাহ মাঠে এ মেলার আয়োজন করে সংগঠনটি।প্রতি বছরের মতো এ বছরও সংগঠনটি ৪৫০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল,চাঁদর এবং হুডি) বিতরণ করে নাম মাত্র দুই টাকা মূল্যে। সংগঠনের সদস্যারা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। দুই টাকা দিয়ে টোকেন সংগ্রহ করা বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্ল্লার বৃদ্ধা মনজেলা খাতুন(৭০)বলেন, ‘বাবা ওইসব ছাওয়াল-মাইয়ারা আমার বাড়ি গিয়েছিল। জারের কষ্ট দেইহ্যা একটা কম্বলের টোকেন দিয়েছিল,আজ আইসা কম্বল নিয়ে গেলাম।’ অসহায় শীতার্ত আয়শা খাতুন নামের এক গৃহবধূ বলেন, ‘এই শীতে খুব উপকার হলো কম্বলখান পেয়ে। ওরা খুব ভাল কাজ করছে। প্রত্যেক বছর ঈদের মধ্যেও দুই টাকা দিয়ে জামা কাপড় দেয়। আল্ল্লাহ তাদের ভাল করুক।’ জানা গেছে,বেড়া উপজেলার এ সংগঠনটির শিক্ষার্থীরা ২০১৬ সাল থেকে তাদের টিফিনের টাকা বাঁচিয়ে প্রথমে গরীব শিক্ষার্থীদের সহায়তা করলেও এখন প্রতিটি মানবিক কাজে নিজেদের মেলে ধরছেন। তাদের কাজে এলাকার বিত্তবান মানুষগুলো সহযোগিতা করছেন। দুই টাকায় তারা ঈদের খাদ্য সামগ্রী ও পোষাক বিতরণ,দুই টাকার ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করে আসছে। এছাড়া পাঠাগার ও এতিমখানা,বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ পরিচালনা করে আসছে সংগঠনটি। তাদের এ উদ্যোগ ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা মেহেরাব হোসেন বেস্ট ভলানটিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা মেহেরাব হোসেন জিম জানান,ব্যতিক্রমী এ আয়োজনে গরীব মানুষগুলোর উপস্থিতি আমাদের এ কর্মসূচীকে পূর্ণতা দিয়েছে। প্রকৃত গরিবদের হাতে প্রকৃত সহায়তা পৌঁছে দিতে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করেন তারা।‘দুই টাকায় আমেজ’ সে রকম একটি কর্মসূচি। তারা অসহায় মানুষের হাতে দুই টাকার টোকেনের মাধ্যমে শীতবস্ত্র কম্বল,হুডি,চাঁদর তুলে দেন। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা বলেন, ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠনটি বিভিন্ন সময় সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তারা অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। তাদের এ কর্মকান্ডকে আমরা স্বাগত জানাই। উপজেলা প্রশাসন তাদের কাজে বরাবরই সহযোগিতা করেছে এবং সামাজিক কর্মকান্ডে সব সময় তাদের পাশে থাকবে।’