কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সেলিম সানা (৩৫) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার নিকট হতে ৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে উপজেলার বায়লাহারানিয়া গ্রামের রফিকুল ইসলাম সানার পুত্র। জানা গেছে বুধবার (৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে চাঁদআলী ব্রিজ সংলগ্ন এলাকা হতে তাকে আটক করা হয়। তবে এলাকাবাসি জানায়, সেলিম সানা দির্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এ ব্যাপারে কয়রা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক সেলিম সানাকে ৮ জানুয়ারি সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।