গাজীপুরে এনসিপি নেতাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে রক্ষা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৭:২৩ পিএম
গাজীপুরে এনসিপি নেতাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে রক্ষা

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার কথা বলে ফাঁদে ফেলে জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য হাবিব চৌধুরী। গুলির পর দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ঘটনায় নগরের বাসন থানার যোগীতলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। হাবিব চৌধুরী অনলাইনে তাঁর পুরোনো মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন দেখে দুই ব্যক্তি মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং যোগীতলা এলাকায় দেখা করতে বলেন।

ঘটনাস্থলে পৌঁছানোর পর একজন মোটরসাইকেলটি পরীক্ষা করার কথা বলে চালু করেন। ঠিক তখনই সঙ্গে থাকা আরেকজন হাবিব চৌধুরীকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়েন। তবে গুলি শরীরে না লাগায় তিনি অল্পের জন্য রক্ষা পান। এই সুযোগে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার বর্ণনা দিয়ে হাবিব চৌধুরী বলেন, “মোটরসাইকেলের দাম থেকে বেশি দেওয়ার কথা বলে তারা আগ্রহ দেখায়। টেস্ট করার কথা বলেই একজন উঠে পড়ে, অন্যজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি। কানের পাশ দিয়ে চলে গেছে। আমি থানায় এসেছি, আইনগত ব্যবস্থা নেব।”

হাবিব চৌধুরীর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর নগরের বাসন থানার মুগর খাল, একাত্তর গলি এলাকায় বসবাস করেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপির গাজীপুর মহানগরের যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, “হাবিব চৌধুরীকে পরিকল্পিতভাবে ট্র্যাপে ফেলা হয়েছিল। শহীদ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, আজ তাকেও একই কায়দায় হত্যার চেষ্টা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, তারা কেউই নিরাপদ নন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তাহেরুল হক চৌহান প্রথম আলোকে বলেন, “ঘটনাটি মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে ঘটেছে। ভুক্তভোগী অল্পের জন্য গুলিবিদ্ধ হননি। দুর্বৃত্তদের শনাক্তে পুলিশি অভিযান চলছে।”

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে