হাকিমপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) :
| আপডেট: ৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৩ পিএম | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৩ পিএম
হাকিমপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৪'তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৫৪ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে অতিথি বৃন্দ।  হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শীতকালীন প্রতিযোগিতার সভাপতি অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার  মোঃ সাখাওয়াত হোসেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন,।  সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা।  উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলায় অংশ গ্রহণ করে। এবারে ক্রিকেট ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাহিলি পাইলট স্কুল এবং রানার্সআপ ক্রিকেট পাউশগাড়া ফাজিল, একক এবং দ্বৈত ব্যাডমিন্টন (বালক) চ্যাম্পিয়ন পাউশগাড়া ফাজিল মাদ্রাসা, রানার্সআপ বোয়ালদাড় স্কুল ও ছাতনী রাউতারা ফাজিল মাদ্রাসা, (বালিকা) চ্যাম্পিয়ন বাংলাহিলি পাইলট স্কুল, রানার্সআপ বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়।এছাড়াও অ্যাথলেটিকস এর বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছেন। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন অতিথি বৃন্দ। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী ও চ্যাম্পিয়ন শিক্ষার্থীরা জেলায় অংশ গ্রহণ করবেন।   গত ৫- ৮ জানুয়ারি পর্যন্ত উপজেলা পর্যায়ে শীতকালীন খেলাধুলার বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে