বিরলে মাদরাসায় নিয়োগে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৭ পিএম
বিরলে মাদরাসায় নিয়োগে অনিয়ম ও দূর্নীতির  অভিযোগ

বিরলের ০৯ নং মঙ্গলপুর ইউনিয়নের মঙ্গলপুর সিনিয়র আলিম মাদরাসায় গবেষণাগার/ল্যাব সহকারী নিয়োগে অনিয়ম ও দূর্নীতির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছে একজন আবেদনকারী। উক্ত পদে নিয়োগ প্রত্যাশী আবেদনকারী সকলকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিয়ে সভাপতি ও অধ্যক্ষ পরষ্পর যোগসাজসে নিজেদের মনোনীত প্রার্থীকে নিয়োগের প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারী সকলকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।  গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে গবেষণাগার/ল্যাব সহকারী পদে বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনকারীদের প্রত্যেককে প্রবেশপত্র ইস্যু না করে নিজেদের মনোনিত প্রার্থীকে নিয়োগের অপচেষ্টার তদন্ত সাপেক্ষে সভাপতি এবং অধ্যক্ষ এর অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অবৈধপন্থায় নিয়োগ প্রদানের কার্যক্রম স্থগিতপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন নিয়োগ প্রত্যাশী ওই আবেদনকারী। এ ব্যাপারে মঙ্গলপুর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ শাহজাহান আলী জানান, উক্ত পদে মোট আবেদনকারী ১৮ জনের মধ্যে ২ জনের আবেদন বাতিল করা হয়েছে। বাকি ১৬ জন আবেদনকারীকে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। ১০ জানুয়ারি সকাল ১০ টায় মাদ্রসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগে কোন অনিয়ম ও দূর্নীতি করা হয়নি। মাদ্রাসার সভাপতি আনিছুর রহমান জানান, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী না হওয়ায় আবেদনকারীদের মধ্য হতে ২জনকে প্রবেশপত্র ইস্যু করা হয়নি। আমাদের কোন মনোনীত প্রার্থী নাই।