কুষ্টিয়া কালীশংকরপুরে কম্বল বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৯:১১ পিএম
কুষ্টিয়া কালীশংকরপুরে কম্বল বিতরণ

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সহযোগিতায় সবগুলো থানায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের  অংশ হিসেবে গত  কাল বিকেলে কুষ্টিয়া জেলা সদরের  কালিশংকরপুরে (ইসলামপুর হাজী মফিজ উদ্দীন হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে) বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়।স্থানিয় অসহায়দের পাশাপাশি মাদ্রাসার এতিম ক্ষুদে হাফেজগণের মাঝেও বিতরন করা হয়। ইউএসএ থেকে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি আশরাফুল আলম ,ট্রাস্টী বোর্ডের সদস্য মোঃ হাফিজুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ যুবায়ের । বিতরণের সময় সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় সংগঠন কালিশংকরপুর বন্ধু গ্রুপের মোঃ তাহাজুল ইসলাম, এ্যাডভোকেট আনিছুর রহমান লিটু, মোঃ মন্জুরুল ইসলাম রিপন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রোকেনুজ্জামান খোকন , গোলাম কিবরিয়া, মোঃ নাসিম , মোঃ তুফান,মাহমুদ আলী , মোঃ ফজলুর রহমান, মোঃ টিপু রহমান প্রমুখ । অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব নুর মোহাম্মাদ ( পেশ ইমাম,ইসলামপুর জামে মসজিদ),মসজিদ কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক মাহাফুজ আলম পাতা,এ্যাডভোকেট চঞ্চল , মোঃ ফিরোজ ,প্রকৌশলী আবেদ আলী, মোঃ গোলাম মোস্তফা,প্রকৌশলী হাসিবুল ইসলাম  প্রমুখ। স্থানীয় জনগণ এই মহৎ কাজের জন্য যারা অর্থ শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং মহান আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন যেন সবার দানগুলো যেন আল্লাহপাক কবুল করেন  অনুষ্ঠানের  প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের কার্যক্রমগুলো তুলে ধরে ভুয়সী প্রশংসা করেন। যুক্তরাষ্ট্র থেকে সংগঠনটির সভাপতি আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সকল অতিথি , স্বেচ্ছাসেবক যারা এই মহৎ কাজটি সুন্দরভাবে সম্পাদন করতে অর্থ শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং মহান আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন এবং সবার দানগুলো যেন আল্লাহপাক কবুল করেন ।

আপনার জেলার সংবাদ পড়তে