সেনবাগে ৩ ছাত্রদল নেতা বহিস্কার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ১০:৪৩ পিএম
সেনবাগে ৩ ছাত্রদল নেতা বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ওমর ফারুক শাকিল ও পৌর ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ বিন হায়দার আদনানকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এছাড়াও সেনবাগের বালিয়াকান্দি সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি তানভিন তারেক জয়ের পদ স্থগিত এবং কানকিরহাট ডিগ্রি কলেজের ছাত্রদলের সাংগঠিন কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার ৮ জানুয়ারী কেন্দ্রীয় ছাত্যদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নািছির উাদ্দিন নাছিরর অনুমোধন ক্রমে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ( সহসভাপতি) পদমর্যাদা মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক পত্রে ওই বহিষ্কারাদেশ প্রদান করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর চিঠিটির একটি কপি সেনবাগ প্রেসক্লাবে সাংবাদিকদের নিকট হস্তান্তর করেন।এ ছাড়াও বহিস্কারের চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুক সহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়। এবং কেন্দ্রীয় ছাত্রদের ওয়েবসাইটেও বহিষ্কারাদশের চিটিটি প্রকাশিত হয়েছে।