লক্ষ্ণীপুরে গেট চুরির মামলায় শিক্ষক কারাগারে

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) :
| আপডেট: ৮ জানুয়ারী, ২০২৬, ১০:৪৬ পিএম | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ১০:৪৫ পিএম
লক্ষ্ণীপুরে গেট চুরির মামলায় শিক্ষক কারাগারে

লক্ষ্ণীপুর শহরের একটি বসতবাড়ির গেট চুরির মামলায় কাজী ফারুকী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আহমেদ কাওসার বিন জামান এখনো কারাগারে রয়েছেন। আদালতে জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর হওয়ায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, লক্ষ্ণীপুর সদর থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একজন সম্ভ্রান্ত পরিবারের বাসার সামনে থেকে গভীর রাতে লোহার গেট, টিন ও সিসি ক্যামেরার তার কেটে চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর জি.আর-৩৮৪/২৫। এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ৫ জুন দিবাগত রাতে একদল ব্যক্তি ওই বাসার গেট ভেঙে পিকআপ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় রায়পুর থানা পুলিশের টহল দল গাড়িটি আটক করে। এ সময় চোরাই গেট ও পিকআপ ভ্যান জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩৭৯/৪২৭/৪১১/৫০৬(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত শেষে আদালতে হাজির করা হলে শিক্ষক আহমেদ কাওসার বিন জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। ফলে তিনি বর্তমানে কারাগারে আছেন। স্থানীয় বাসিন্দা ইমরুল ইসলাম বলেন, “একজন শিক্ষক সমাজ গড়ার কারিগর। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত দুঃখজনক। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।” এ ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। লক্ষ্ণীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন,মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।