নির্বাচন থেকে সরে দাড়ালেন নাসিরনগরের সৈয়দ একে একরামুজ্জামান

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ৯ জানুয়ারী, ২০২৬, ১০:৩৮ এএম | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ১০:৩৭ এএম
নির্বাচন থেকে সরে দাড়ালেন নাসিরনগরের সৈয়দ একে একরামুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসন থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ, কে একরামুজ্জামান। বৃহস্পতিবার সন্ধ্যায় (৮ জানুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। এ সময় ভিডিও বার্তায় তিনি জানান, ২০০৪ সাল থেকে তিনি ২০ বছরেরও বেশী সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকাতলে ছিলেন। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে দাখিলকৃত প্রার্থীতা তিনি প্রত্যাহার করার ঘোষণা দেন। এ সময় তিনি যেকোনো পরিস্থিতিতে নাসিরনগরবাসীর পাশে থাকতে দোয়া চান। এর আগে গত ২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। প্রসঙ্গত, একসময় সৈয়দ এ, কে একরামুজ্জামান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি আওয়ামীলীগে যোগ দেন। ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকার বোটক্লাবে তৎকালীন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে তার আওয়ামীলীগে যোগদানের ঘোষণা দেয়া হয়। তবে সৈয়দ এ, কে একরামুজ্জামান এর দাবি তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ৭টি মামলা হয়, যেগুলো এখনো চলমান।

আপনার জেলার সংবাদ পড়তে