ভূঞাপুরে ছাত্র সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠন

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ১০:৪০ এএম
ভূঞাপুরে ছাত্র সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠন

টাঙ্গাইলের ভূঞাপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা যুব ও ছাত্র সংগঠন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক (০১) বছরের জন্য ২০২৬-২০২৭ মেয়াদে এ কমিটি দায়িত্ব পালন করবে। বৃহষ্পতিবার  (৮ জানুয়ারি) রাতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে ২২ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জুবায়ের হাসান রুমন। সহ-সভাপতি পদে রয়েছেন ডা. মাহমুদুল হাসান ও ইমরান হাসান বিজয়। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম শিকদার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়ামিন ইসলাম ইমন ও আইরিন সুলতানা নিলা। এছাড়া সাংগঠনিক সম্পাদক কাজল সুত্রধর এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈয়দ তাইসান হাবিব প্রিয় ও ফারহান মাহতাব রিফাত নির্বাচিত হন। অর্থ সম্পাদক রেজোয়ানুর রহমান এবং যুগ্ম অর্থ সম্পাদক জহুল ইসলাম মধু। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে ধর্ম বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক আশা, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রামিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানজিম কবির, শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুবায়ের ইসলাম রিয়াদ, দপ্তর সম্পাদক তাসিন আহমেদ এবং প্রচার সম্পাদক তামিম মনোনীত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ ওয়ালী উল্লাহ, সৌরভ, সৌহার্দ ও রাইয়ান তালুকদার। নেতৃবৃন্দ জানান, নতুন কমিটি শিক্ষা, সমাজকল্যাণ, মানবসেবা ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে। তারা ভূঞাপুরসহ আশপাশের এলাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে