উদ্ভট আচরণের অভিযোগে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চার শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, উদ্ভট আচরণের কারণে ব্রজমোহন কলেজের চার শিক্ষার্থীকে বুধবার রাতে কলেজ ক্যাম্পাস এলাকা থেকে আটক করে কোতয়ালি মডেল থানায় সোর্পদ করেছে সেনাবাহিনীর সদস্যরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। জানা গেছে, সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চার শিক্ষার্থী উদ্ভট আচরণ করছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থল থেকে ওই চারজনকে আটক করে। এরপর আটককৃতদের সেনাবাহিনীর সদস্যরা কোতয়ালি মডেল থানায় সোপর্দ করেন। বিএম কলেজের একাধিক শিক্ষার্থীরা জানান, যাদের আটক করা হয়েছে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য। তারা আরও জানান, কলেজ ক্যাম্পাসের পাশে শেরে বাংলা স্কুল নিয়ে একটু ঝামেলা রয়েছে। সেই ঘটনায় ওদের আটক করা হতে পারে।