ইন্দুরকানীতে যুবলীগ নেতা গ্রেফতার

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ১২:৫৮ পিএম
ইন্দুরকানীতে যুবলীগ নেতা গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে মোঃ আলী খান (৩০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী খান দেবীপুর গ্রামের বাসিন্দা মৃত মোঃ হাবিবুর রহমানের ছেলে। তিনি পত্তাশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অপারেশন ডেভিল হান্ট ফেজ-২”নামের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় তদন্তে সন্দেহভাজন হিসেবে আলী খানকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে