পানিবন্দি থেকে মুক্তির দাবীতে সরাইলে মানববন্ধন

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৭ পিএম
পানিবন্দি থেকে মুক্তির দাবীতে সরাইলে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিবন্দি থেকে মুক্তির দাবীতে ভুক্তভোগি পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শুক্রবার ‘মুক্তি চাই মুক্তি চাই, পানিবন্দি থেকে মুক্তি চাই’ এমন স্লোগানে দুপুরে সরাইল-অরূয়াইল সড়কের সরাইল সদরের নিজসরাইল ব্রিজ সংলগ্ন স্থানে এই মানববন্ধন হয়েছে। মো. আজিম শাহসহ এই কর্মসূচিতে অংশ গ্রহণকারী লোকজন বলেন, আজ আমরা নিরূপায় হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদেরও তো ভাল পরিবেশে সুস্থ্যভাবে বাঁচার অধিকার আছে। প্রভাবশালী লোকজন অবৈধভাবে পানি নিস্কাশনের সরকারী খাল গুলি দখল করে বড় বড় বিল্ডিং ও মার্কেট নির্মাণ করেছেন। ফলে পানি নিস্কাশন বন্দ হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই নিজসরাইল গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার পানিতে তলিয়ে যায়। পানিবন্দি হয়ে অত্যন্ত কষ্টে জীবন-যাপন করতে হয়। নিকটবর্তী টয়লেটের ময়লা ভেসে আসে দূর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠে। নর্দমার সৃষ্টি হয়ে সেখানে ডেঙ্গু মশার জন্ম হয়। শিশুসহ সকলেই রোগাক্রান্ত হয়ে পড়েন। আমরা প্রায় গত ২০-৩০ বছর ধরে দূর্ভোগ পোহাচ্ছি। এ বিষয়ে কথা বললেই দখলদাররা আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছেন। আমরা ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনসহ সকল জায়গায় এই বিষয়ে আবেদন করেছি। শুধু আশ্বাসই দিয়েছেন। কোন ব্যবস্থা কেউ নেননি। দয়া করে ওই গ্রামের দুই শতাধিক পরিবারকে পানির নীচ থেকে মুক্তি দেন।