দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সেনহাটি ইউনিয়ন মিলনায়তনে দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে তারণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেনহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর সরদারের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য ঝর্ণা আক্তার, পলি বেগম, আলেয়া পারভীন, ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান, রিপন মোড়ল, শেখ আশরাফ আলী, মল্লিক আজিজুর রহমান, মোঃ সাইফুল্লাহ, মোঃ আমীর হোসেন, মোঃ সাইফুদ্দীন আহমেদ রীতা, কাজী মোশাররফ হোসেন। আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, শামীম উদ্দিন মোল্যা, জিএম শরিফুল ইসলাম, সমন্ময়ক মোঃ তাসবিরুল হক সোহেব, ফাইজা, হ্যাপী, ইফতি প্রমুখ। বক্তারা বলেন, আমরা ঘুষ, দুর্নীতি, মাদকমুক্ত, অভাবমুক্ত বৈষম্যহীন একটা সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ চাই। যে দেশে মানুষের জান মালের নিরাপত্তা থাকবেনা। সৎ, চরিত্রবান ও খোদাভীরু নেতৃত্ব চাই। অনুষ্ঠানে শ্রেষ্ট বক্তা হিসেবে ৩ ছাত্র-ছাত্রী তরুণ তরুণীকে পুরষ্কুত করা হয়। কর্মশালা শেষে এক পরিচ্ছন্ন অভিযান ও সচেতনতা র ্যালী অনুষ্ঠিত হয়।