সিরাজগঞ্জের রায়গঞ্জের ঘূড়কা ইউপি’র রয়হাটি উত্তর পাড়া গ্রামের সরকারী রাস্তার মাঝে পল্লী বিদ্যূতের খূটি। প্রায় ত্রিশ হাজার লোকের যাতায়াতের চরম ভোগান্তি, নিয়মিত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। আরো রয়েছে ছোট ছোট গাড়িতে কৃষি ও নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহনের দূর্র্ভোগ। গতকাল বৃহস্পতিবার ০৯/০১/২০২৫ ইং তারিখে বিকেল ৪ টার দিকে সরোজমিনে গিয়ে জানা যায়, রাস্তার একপাশে মো: শাহ ্আলম ও অপর পাশে মো: আবু সাঈদের বাড়ি। রাস্তার মাঝে রয়েছে পল্লী বিদ্যূতের খূটি যাহা ১৯৯৬ সনে স্থাপন করা হয়। রাস্তা দিয়ে তেলিজানা, আটঘরিয়া ও রয়হাটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ একমাত্র যাতায়াতের পথ হিসেবে নিত্য ব্যবহার করেন। ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজ যাতায়াত সহ কৃষি পণ্য আনা-নেয়ার একমাত্র অবলম্বন এই রাস্তা। এ সমস্যা নিরসনে পল্লী বিদ্যূত’কে অবগত করলেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেন নাই। উপরন্তু, পল্লী বিদ্যূতের পক্ষ হতে জানায় রাস্তার একপাশে মো: শাহ ্আলম ও অপর পাশে মো: আবু সাঈদের দ্বন্দের কারণ বশত তারা রাস্তার মাঝ বরাবর খুটি স্থাপন করেন। সামাজিক মিমাংসার জের ধরে গত ১২ জানুয়ারী মো: শাহ ্আলম গ্রামীন জনগনের পক্ষ হয়ে খূটি অপসারন বা স্থানান্তরের জন্য পূনরায় সংশ্লিষ্ট পল্লী বিদ্যূৎ বিভাগ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একই তারিখে বিদ্যূতের সার্ভেয়ার দ্বারা ভূমি জরিপ পূর্বক খুটির সীমানা নির্ধারনের জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি, রায়গঞ্জ বরাবর একটি লিখিত আবেদন করেন