কাপাসিয়ায় সাইলেজ প্রযুক্তির কাঁচা ঘাস সংরক্ষণে উপকরণ

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৫, ০৬:১৪ পিএম
কাপাসিয়ায় সাইলেজ প্রযুক্তির কাঁচা ঘাস সংরক্ষণে উপকরণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সাইলেজ প্রযুক্তির মাধ্যমে কাঁচা ঘাস সংরক্ষণে খামারীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে কার্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। 'প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নতজাতের কাঁচা ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পে'র আওতায় ১৬ জন খামারীর মাঝে প্রধান অতিথি হিসাবে বিভিন্ন উপকরণ বিতরণ করেন  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, প্রকল্পের কমিউনিটি এক্সটেনশন এজেন্ট রাসেল প্রমুখ। ডাঃ আতিকুর রহমান জানায়, অতিরিক্ত বর্ষা-বন্যা ও শীতকালে গবাদি পশুর খাবারের খুব অভাব থাকে। তাই সাইলেজ প্রযুক্তিতে খামারীরা কাঁচা ঘাস সংরক্ষণ করতে পারেন। এছাড়া খামারীরা তা অন্যত্র বিক্রি করতে পারবেন। এব্যাপারে প্রকল্পের প্রশিক্ষক খামারীদের বাড়িতে গিয়ে হাতে-কলমে সংরক্ষণ পদ্ধতি শিখিয়ে দিবেন।
আপনার জেলার সংবাদ পড়তে