পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক পরিবহনের অপরাধে মো. ইয়াসিন (১৯) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (আজ) বিকেল এ দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়ালিউর রহমান রুবেল। সাজাপ্রাপ্ত মো. ইয়াসিন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মো. বাদশা তালুকদারের ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে টগড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক পরিবহনের সময় মো. ইয়াসিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়। এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।