বিরলে আল জামি'আহ আস সালাফিয়্যাহ প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ, নবীন বরণ ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে আল জামি'আহ আস সালাফিয়্যাহ, তেঘরা, বিরল, দিনাজপুর প্রাঙ্গণে অধ্যক্ষ ওবাইদুল্লাহ বিন আব্দুল মাতিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, তেঘরা দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ হিল কাফি, সেক্রেটারি রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবুল খায়ের প্রমূখ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছার মাধ্যমে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়, যা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।