ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬, ১০:৩৮ পিএম
ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত
ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় আফতাব উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত আফতাব শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই নামাপাড়া গ্রামের মৃত নঈমুদ্দিনের ছেলে। শনিবার সন্ধ্যায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা- শালজোর ঘাটপার সড়কে এই দূর্ঘনাটি ঘটে। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় আসাদমোড় থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পাথর বোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত আফতাব উদ্দিন একজন ঘোড়ার গাড়ি চালক ছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, আমি ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে