গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নেওয়ার আহ্বান - ডা. জাহিদের

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৬ পিএম
গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নেওয়ার আহ্বান - ডা. জাহিদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন রবিবার ঘোড়াঘাটে আয়োজিত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সফল করতে সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জনাব তারেক রহমান দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।  তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশের মানুষের প্রতি বলতেন, “বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু প্রভু নেই। আমার ঠিকানা এই দেশ।” তিনি জনগণকে দোরগোড়ায় গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান। তিনি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সুশাসিত ও উন্নত করার তাগিদ দেন। সভায় উপজেলা বিএনপির নেতা-কর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডা. জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেন, তাহলে দেশনেত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং যারা গণতন্ত্র রক্ষার পথে প্রাণ দিয়েছেন, তাদের আত্মা শান্তি পাবে।