কেশবপুরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভা

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৫:৩১ পিএম
storage/2026/january/12/news/fair-news-service_6964db9f6b733-1768217503.jpg

সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে গতকাল সোমবার সকালে কেশবপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর -৬ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ এ আহ্বান জানান।  যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক  তমাল আহমেদ,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক। আরো বক্তব্য রাখেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।