গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে মধু চাষ ও
আখের গুড় উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে
উপজেলা কৃষিপূনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম কৃষকদের মাঝে এসব সহায়তা প্রদান করেন।
২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে মধু ও আখের গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মৌ খামারী এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মৌবাক্স, মৌ মাছি ও অন্যান্য উপকরণ এবং আখের বীজ/চারা ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুনের সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরাইয়া আক্তার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কৃষি উপ-সহকারী ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) মনজুরুল আলম, আয়নাল হক, সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্রের সার্বিক সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব কর্মসূচি বাস্তবায়ন করছেন। অফিস সূত্র জানায়, উপজেলার দুর্গাপুর, চাঁদপুর ও কাপাসিয়া ইউনিয়নের ১০ জন মৌ চাষির প্রতিজনকে ২৫ কেজি ওজনের একটি মৌবাক্স, মৌমাছি ও রাণী, প্রমোটার একটি, কুইনকেস চারটি, হাইভ টুলস্ একটি এবং উপজেলার সিংহশ্রী, রায়েদ, টোক, বারিষাব, চাঁদপুর, দুর্গাপুর, কাপাসিয়া ইউনিয়নে আখের গুড় উৎপাদনে ৪০ জনকে বিঘা প্রতি ৬৩০ কেজি বীজ, ২২ কেজি টিএসপি সার, ১৮ কেজি এমওপি সার ও সেচ সুবিধা পাবেন।
প্রণোদনা সুবিধাভোগী কৃষকদের যথাযথভাবে ও গুরুত্ব সহকারে এসব উপকরণ ব্যবহারের পরামর্শ দেয়া হয়।