চলতি মাসে প্রবাসিদের জন্য আসছে সুখবর: আসিফ নজরুল

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০১:৪২ পিএম
চলতি মাসে প্রবাসিদের জন্য আসছে সুখবর: আসিফ নজরুল
ছবি, সংগৃহিত

বাংলাদেশি কর্মীদের সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। 

সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সুখবর দেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে আসিফ নজরুল লিখেছেন, প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরীয়াভিত্তিক  ঋণ প্রদানের কার্যক্রম। আজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। 

তিনি আরও লিখেছেন, উনি জানিয়েছেন এমাসের মধ্যে এই কার্যক্রম চালু করা সম্ভব হবে।  এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ  করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।

আপনার জেলার সংবাদ পড়তে