রাজাপুরে বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

এফএনএস (ঝালকাঠি) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৫, ০৮:১৬ পিএম
রাজাপুরে বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

ঝালকাঠি রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি। বুধবার (৮ জানুয়ারি) রাতে তাকে জাতীয় নাগরিক কমিটির এক সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগে কারন দর্শানো নোটিশ দেয়া হয়। জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয় "জাতীয় নাগরিক কমিটির সদস্যের কাছে চাঁদা দাবী ও হুমকি প্রদানের বিষয়ে আপনার বিরুদ্ধে অসংখ্য জাতীয় পত্রিকায় অভিযোগ প্রকাশিত হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপি অধিন রাজাপুর উপজেলা বিএনপি'র দায়িত্বশীল পদে থাকাবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ থাকায় দলের শৃংখলা ভঙ্গের কারণে আপনাকে রাজাপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক পদ হইতে কেন অব্যহতি প্রদান করা হইবে না, তাহার উপযুক্ত জবাব ৩ (তিন) কার্য দিবসের মধ্যে ঝালকাঠি জেলা বিএনপি'র নিকট দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হইল'। 

আপনার জেলার সংবাদ পড়তে