আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য পাবনার চাটমোহর পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে বিএনপির কাউন্সিলর হিসেবে নাম এসেছে জামায়াতে ইসলামীর এক নেতার। চাটমোহর পৌরসভার ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ সিদ্দিকুর রহমানের নাম রয়েছে ২নং ওয়ার্ড বিএনপি’র কমিটিতে। জামায়াতে ইসলামীর নেতার নাম কিভাবে বিএনপি’র কমিটিতে গেল,তা নিয়ে চলছে নানা আলোচনা। এ বিষয়ে সিদ্দিকুর রহমান জানান,কে বা কারা বিএনপি’র কমিটিতে আমার নাম দিয়েছেন তা আমি জানিনা। আমি জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত। একাধিক সূত্র জানায়,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানকে বিএনপি’র কমিটিতে রেখেছেন। কারণ সভাপতির আপন ভাগ্নে এই জামায়াত নেতা।