সেনবাগে স্বেচ্ছাসেবক দল সদস্য সচিবকে অব্যহতি প্রদান

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:১১ পিএম
সেনবাগে স্বেচ্ছাসেবক দল সদস্য সচিবকে অব্যহতি প্রদান

নোয়াখালীর সেনবাগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোঃ সালেহ উদ্দিন সুমনকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের পদ অব্যহতি দিয়েছে  নোয়াখালী জেলাস্বেচ্ছাসেবক দল।  মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দল নোয়াখালী শাখার সভাপতি ছাবের আহম্মমদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সিন্ধান্তক্রেম দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত এক চিঠিতে ওই অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়।  চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সালেহ উদ্দিন সুমনকে তার পদ থেকে সাময়িক অব্যহতি দেওয়া হয়। একই চিঠিতে স্বেচ্ছাসেবক দলের সেনবাগ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম আফসার মিলনকে উক্ত পদে ভারপ্রাপ্ত সদস্য সচিব এর দায়িত্ব প্রদান করা হয়। স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়। বুধবার দুপুরে সেনবাগ প্রেসক্লাবে অব্যাহতির চিঠিটির একটি কপি হস্তান্তর করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে