দৌলতখানে শিক্ষার্থী ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কার্যক্রম শুরু

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:১৮ পিএম
দৌলতখানে শিক্ষার্থী ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কার্যক্রম শুরু

বিশ্ব খাদ্য সংস্থার সহযোগিতায় ভোলার দৌলতখান উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা হয়েছে।  উপজেলার একশত ৬ টি সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের ১৬ হাজার শিক্ষার্থীদের মাঝে অনানুষ্ঠানিকভাবে বিস্কুট  বিতরণের মধ্য দিয়ে  স্কুল ফিডিং কর্মসূচির আওতায় কার্যক্রম শুরু করা হয়। মঙ্গলবার বিশ্ব খাদ্য সংস্থার সহযোগিতায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে বিস্কুট বিতরণ করে   শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ঝরে পড়া কমাতে,   শিক্ষার মানোন্নয়ন, পুষ্টি সাধন ও শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে স্কুল ফিডিং এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানা গেছে। দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা যায়, স্কুল ফিডিং এর আওতায় বিস্কুট পেয়ে দরিদ্র ও অসহায় পরিবারের শিক্ষার্থীরা খুবই খুশি। স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী  জুহি, মাহাম, রাইসা, সুমাইয়া, অয়ন, আবিদ, কাইফ, সামি, জিহান ও তাহসিন জানায় আমরা স্কুলে এসে বিস্কুট পেয়ে খুবই আনন্দিত।  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুঃ জাহিদ উদ্দিন আমার দেশকে জানান, বিশ্ব খাদ্য সংস্থার সহযোগিতায় স্কুল ফিডিং কার্যক্রমের লক্ষ্য হচ্ছে, বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা অর্জনের সহায়তায় খাবার বিতরণের মাধ্যমে পুষ্টির উন্নয়ন, শিক্ষার্থীদের  উপস্থিতি বাড়ানো ও ভর্তির হার বৃদ্ধি এবং ঝরে পড়া রোধ করা।