আগৈলঝাড়ায় ভোট কেন্দ্রে ঘুরে দেখেন ওসি মাসুদ

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:২০ পিএম
আগৈলঝাড়ায় ভোট কেন্দ্রে ঘুরে দেখেন ওসি মাসুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট সুষ্ঠ এবং নিরপেক্ষ করার জন্য বরিশাল ১ আসনের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রো গুলো পরিদর্শন করেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান। গতোকাল বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার, টেমার, সেরাল, দাসেরহাট ও গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র গুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কেন্দ্র গুলো প্রস্তুত করার জন্য ঘুড়ে দেখেন, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান। এসম তার সাথে ছিলেন পুলিশ পরিদর্শক সুশংকর মল্লিক, এএসআই অনুপম কুমার বিশ্বাস, সাংবাদিক মো: সাইফুল মৃধা, এস এম ওমর আলী সানি। এ সময় ওসি মোহাম্মাদ মাসুদ খান বলেন,ফফ আগামী নির্বাচন শান্তি পূর্ণ ও অবাধ সুষ্ঠ নিরপেক্ষ করার লক্ষ্যে আমরা পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত। ভোটকে কেন্দ্রো করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে ছাড় দেওয়া হবে নাহ । আমাদের উদ্দেশ্য সাধারন ভোটাররা যাতে নিরবিগনে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন । আমারা কোনো অপরাধীর সাথে আপোষ করবো না।