চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চাঁড়ালডাঙ্গা সীমান— দিয়ে শিশু ও নারী-পুরুষসহ ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান—রক্ষী বাহিনী- বিএসএফ। মঙ্গলবার সকালে ওই সীমানে—র ২১৯/২৯ আর পিলার থেকে ৩ কিলোমিটার অভ্যন—রে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের চাঁড়ালডাঙ্গা বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশ দায়ে তাদের আটক করে।পরে আটককৃতদের গোমস্তাপুর থানায় হস্তান—র করে। আটককৃতদের মধ্যে ৪ জন শিশু, ৮জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে। আটকৃতরা হলেন যশোরের অভয়নগর থানার বৈকারা কবরস্থান গ্রামের ইসলাম গাজী (৪৫) স্ত্রী মমেনা বেগম (৩৫), ছেলে এমদাদুল (১৮), মেয়ে তাসনিম (১১), ওই গ্রামের রওশন আরা বেগম (৩৮), ছেলে শাহিন খান (১৮) ও শামীম খান (৮), সাব্বির বিশ্বাস (২৮),স্ত্রী জুলি বিশ্বাস (২০), ছেলে আব্দুল্লাহ বিশ্বাস (৩), পায়রা গ্রামের বিল্লাল খান (২৫),স্ত্রী বৃষ্টি বেগম (২৬) ছেলে তামিম খান (৮) ও কোটা গ্রামের বায়োজিত মোল্লা (১৮) খুলনা জেলার ভুটিয়াগাটা থানার বান্ডারকুট গ্রামের মোহাম্মদ জুয়েল (১৮), মনিরুল শেখ (৩০), জোসনা বেগম (৫০)। পুলিশ ও বিজিবি জানায়, ভারতীর ৮৮ ইটাঘাটা বিওপির ২১৯/৭১আর পিলার দিয়ে ১৭ জন বাংলাদেশীকে মঙ্গলবার সকালে ঠেলে পাঠিয়ে দেয় বিএসএফ। পরে উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা সীমানে—র ২১৯/২৯ আর পিলার থেকে ৩ কিলোমিটার অভ্যন—রে শিবনগর বাজার এলাকা থেকে ১৭ জনকে বিজিবি তাদের আটক করে। ১৭ জনের মধ্যে ৪ জন শিশু, ৮ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছে। তাদের মধ্যে যশোর জেলার ১৫ জন ও খুলনার ২জন বাসিন্দা রয়েছে। তারা ভারতের মালদহ জেলার হবি কুটি থানার আগ্রাবাদ জেল খানায় তিন মাস জেল খাটার পর বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।