খুলনার দিঘলিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেছেন, চেয়ারে বসলে আমরা আমাদের পদের কথা ভুলে যাই। ভুলে যাই আমরা জনগণের সেবক। চেয়ারের কারণে আমরা সেবাদাতা না হয়ে শাসক হয়ে যাই। আমি জনগণের সেবা করতে চাই, শাসক হতে চাই না।’ দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন থানায় তার কক্ষে বসে উপস্থিত সাংবাদিক সহ সেবা নিতে আসা লোকদের উদ্দেশ্যে এ সব কথা বলেন। তিনি বলেন, দিঘলিয়া থানা আপনাদের। আমি ও আমার পুলিশ সদস্য এসেছে আপনাদেরই সেবা দিতে। আমরা সবাই আপনাদের সেবক। আমরা সকলে আপনাদের সেবা দিতে বাধ্য। তাই দুরত্ব তৈরি না করে আপনারা আপনাদের সকল সমস্যা নিয়ে নিঃসঙ্কোচে ও নির্ভয়ে থানায় চলে আসবেন। তিনি আরো বলেন, আমরা চাকুরি নিয়ে আসার পর আমাদের দায়িত্ব ও কর্তব্যের কথা ভুলে যাই। অথচ আমাদের গড়ে তোলার জন্য এ দেশের প্রতিটি মানুষের অবদান আছে। আমি এ অবদান মনে রাখব, ভুলে যাব না। তিনি বলেন, আমি এখানে কারও বস না, শাসক না, সেবক। মানুষ যেন আমাদের সেবা পায়। আমরা একই সমাজ ও একই দেশের নাগরিক। আমাদের সঙ্গে একজন সাধারণ মানুষের কোনো পার্থক্য নেই। আমাদের সবার দায়বদ্ধতা আছে, দয়িত্ব আছে, আমরা যে যে অবস্থানে থাকি না কেন আমরা আমাদের দায়িত্ব পালন করব। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ বলেন, আমার দায়িত্ব পালনে দিঘলিয়ার গণমাধ্যমকর্মীদের সহযোগিতার প্রয়োজন। আমি আপনাদের লোক হয়ে এ উপজেলায় কাজ করতে চাই। সন্ত্রাস, মাদক, জুয়া ও চাঁদাবাজির সাথে কোনো আপস নয়। আমি চেষ্টা করব আমার দায়িত্ব শতভাগ পালন করতে। তিনি দিঘলিয়া থানায় কর্তব্যরত এস আই, এ এস আই ও কনস্টেবলদেরও এমনই নির্দেশনা প্রদান করেছেন।