তারাগঞ্জে নেশাগ্রস্থ যুবকের ৪ মাসের কারাদন্ড

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম
তারাগঞ্জে নেশাগ্রস্থ যুবকের ৪ মাসের কারাদন্ড

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের দায়ে এক যুবককে আটক ও দণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে পরিচালিত অভিযানে মোঃ আঃ খালেক (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃতের পিতার নাম মোঃ খলিলুর রহমান। তার বাড়ি অনন্তপুর বড়বাড়ী এলাকায়, তারাগঞ্জ উপজেলা, রংপুর জেলায়। মোবাইল কোর্ট চলাকালে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং উপস্থিত সকলের সামনে দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ (দশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মাহবুব হোসেন, এসআই (নি.), তারাগঞ্জ থানা, রংপুর।