আসন্ন নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের সবকটিতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন বলে মন্তব্য করেছেন দলটির সদ্য প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন, ‘আমি আপনাদের বড় ভাই, অভিজ্ঞতা থেকে বলতে পারি- ইনশাআল্লাহ, আগামী দিনের সিঁড়ি অপেক্ষা করছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে বর্তমান মাননীয় চেয়ারম্যান স্যার তখন দায়-দায়িত্ব দেখতেন। ১৯৯৬ সালে বগুড়ায় আমরা স্যারকে সামনে রেখে রাজশাহী বিভাগে ৩৯টার মধ্যে নওগাঁর জলিল সাহেব বাদে, আর ২০০১ সালের নির্বাচনে নাসিম সাহেবকে বাদ দিয়ে ৩৮টি আসন আমাদের ছিল।’
আসন্ন নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিনু আরও বলেন, ‘আমাদের মা হারিয়ে গেছে। আমাদের মাঝ থেকে চলে গেছে। তাঁর সেই হাসিমুখটাকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ এই বিভাগে ৩৯টা আসনের সব আসনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখানে কোনো নির্বাচনের কথা আমি বলছি না। আমার অভিজ্ঞতার কথা বলছি। কারণ, বিগত ১৭ বছর আমরা শত্রুর বিরুদ্ধে লড়েছি।’
রাজশাহী জেলা বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের প্রার্থী আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল। এতে রাজশাহী জেলার অন্য আসনগুলোর বিএনপির প্রার্থীরাও উপস্থিত ছিলেন।