কিশোরগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ): | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৮ পিএম
কিশোরগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম মাথিয়া গ্রামে বিদ্যুৎ ব্যবস্থার চরম অব্যবস্থাপনা ও অবহেলার কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জিগাতলা বাজার সংলগ্ন এলাকায় ছফির উদ্দিন ম্যানেজারের ছেলে মোঃ নুরে আলমের বসতঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা ফ্রিজ, আলমারি, দুটি খাট, সোনাদানা ও প্রয়োজনীয় সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। একটি পরিবারের বছরের পর বছরের জমানো সম্পদ চোখের পলকে ধ্বংস হয়ে গেছে। স্থানীয়দের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, কারণ কোনো ধরনের জরুরি অগ্নিনির্বাপণ ব্যবস্থা এলাকায় নেই। এলাকাবাসী জানান দুঃখজনক হলেও সত্য, এ ধরনের ঘটনা বারবার ঘটলেও বিদ্যুৎ বিভাগের তদারকি, ঝুঁকিপূর্ণ লাইনের সংস্কার কিংবা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না। এর দায় কোনোভাবেই এড়ানো যায় না। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরে আলমের পরিবার বর্তমানে সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।  এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে