শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাংবাদিক সংসদ কক্সবাজার। বুধবার (১৪ জানুয়ারী) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী। তিনি বলেন, ভাল কাজের প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়া যায়। শীতার্তদের পাশে দাঁড়ানো প্রিয় নবি (সা.)এর আদর্শ। তাই আসুন অসহায়দের সাহায্যে আমরা এগিয়ে আসি। শীতার্ত মানুষগুলো উষ্ণ হয়ে উঠুক আমাদের ভালোবাসায়। সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাদুর রহমান আজাদ, কক্সবাজার প্রেস ক্লাবের এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, সংগঠনের উপদেষ্টা আদনান সাউদ এবং জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। এমন কর্মসূচি থেকে অন্যরাও অনুপ্রাণিত হয়। বিত্তশালীদের সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। কথামালা শেষে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহীদ, সহ-সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, এম, এ সাত্তার, অর্থ সম্পাদক আমিনুল কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ মানিক, ক্রীড়া সম্পাদক আশরাফ বিন ইউসুফ, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নেহা, সদস্য সরওয়ার সাকিব, সাইদুজ্জামান, সাজন বড়ুয়া সাজু, আরিফসহ আরো অনেকেই।