বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. শাহে আলমকে সভাপতি এবং মো. হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট বাবুগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যরা অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের পেনশনসহ ছয় দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।