অনাকাঙ্ক্ষিত মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জামায়াত আমিরের

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৫ জানুয়ারী, ২০২৬, ১২:৫৮ পিএম | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ১২:৪৭ পিএম
অনাকাঙ্ক্ষিত মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জামায়াত আমিরের
ছবি, সংগৃহিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনকে নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এ নিয়ে এবার মুখ খুললেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। তিনি সকল অনাকাঙ্খিত মন্তব্য থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে জামায়াত আমির লেখেন, “প্রিয় সহকর্মী ও সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি লক্ষ্য করছি, কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু করেছেন।”

তিনি আরও যোগ করেন, আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ রাখতে চাই-সত্যিই যদি আপনারা জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।

আপনার জেলার সংবাদ পড়তে