সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ১২:৫২ পিএম
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক
ছবি, সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে তারেক রহমান দুই জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

এ দিকে এটা সৌজন্য সাক্ষাৎ ছিল জানিয়ে বিএনপির মিডিয়া সেল বলেছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে