জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে হঠাৎ পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে আজ (১৫ জানুয়ারি) সকালে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
মাকছুদুর রহমান বলেন, বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনায় দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নে চার সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটি কমিশনে মোট ৩৩টি প্রস্তাবনা দেয়। কিন্তু কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে সেসব প্রস্তাবনা প্রতিফলন না থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।