ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৪ই জানুয়ারি লক্ষীপুর গ্রামে জমিদার আমল থেকে শুরু হওয়া গুটি খেলার ২৬৭তম গুটি ৮ ঘন্টা খেলে গুটি নিয়ে গেছে দক্ষিনা তথা ফুলবাড়ীয়া ইউনিয়ন। এর আগের বছরের ২৬৬ তম গুটি নিয়ে গিয়েছিলেন পাশের গ্রাম কাটাখালির খেলোয়াড়রা। উপজেলার লক্ষীপুর গ্রামের জমিদার আমলের তালুক-পরগনার সীমানায় গুটির পরিচালক এবি সিদ্দিক তার লোকজন নিয়ে বাদ্যের তালে তালে নেচে গুটি নিয়ে আসার পর বুধবার বিকাল ২ টার সময় এক মন ওজনের পতিলের গুটির উপর হুমরি খেয়ে পড়ে হাজার হাজার মানুষ। বিকাল গড়িয়ে রাতেও চলতে থাকে খেলা। ৫ কিমি ব্যাপী মানুষের ঢল নামে। উত্তর দক্ষিন পূর্ব পশ্চিম দলে বিভক্ত হয়ে হয় খেলা। ৮ ঘন্টা খেলার পর ৫ কিমি দূরের ফুলবাড়ীয়া ইউনিয়নের খেলোয়াড়রা রাত ৯টার দিকে গুটি নিয়ে আসার পর খেলা শেষ হয়। বৃহস্পতিবার দুপুরে বিজয়ী দলের লোকজন কয়েকটি গাড়ীতে করে সারা ফুলবাড়ীয়া উপজেলায় বাদ্যযন্ত্র বাজিয়ে পিতলের চকচকে এক মন ওজনের ওজনের গুটি প্রর্দশন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হুমগুডির পরিচালক এবি সিদ্দিক। তিনি জানান, খেলায় কোন পুরস্কার নেই, কোন রেফারী নেই তারপরও লোক ঐতিহ্যের খেলাটি চলছে যুগের পর যুুগ ধরে। এ ধারা যেন অব্যাহত থাকে এ কারনে সকলের সহযোগীতা চান তিনি।