পোরশায় চার আসামী গ্রেপ্তার

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬, ০৩:১৪ পিএম
পোরশায় চার আসামী গ্রেপ্তার

নওগাঁর পোরশায় বিভিন্ন মামলায় গ্রেপ্তারী পরোয়ানার চার আসামীকে আটক করে কোর্টে প্রেরণ করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আসামীদের তদের নিজনিজ এলাকা থেকে আটক করা হয়। আটকৃত আসাামীরা হলেন দুয়াপাল গ্রামের হেসেন আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), শিতলী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত খাজামুদ্দিনের ছেলে মোস্তাক (৩৫),  তালপুকুরিয়া পাড়া গ্রামের সাদেকুলের ছেলে আব্দুল হান্নান(৩৮) এবং ঘটিনগর নিস্কিনপুর গ্রামের ইস্কানদার মৃধার ছেলে সজিবুল ইসলাম ওরফে বুলবুল(৩৮)। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে